খোলাবাজার অনলাইন ডেস্ক : আজ ০৩ জুন ২০২৪ রোজ সোমবার রাজধানীর খামারবাড়তিে প্রাণসিম্পদ অধদিপ্তররে সক্ষমতা জোরদারকরণ প্রকল্পরে আওতায় ৮২.৪৫ কোটি টাকা ব্যয়ে প্রাণসিম্পদ অধদিপ্তর চত্বরে ২ টি বজেমন্টেসহ ১০ তলা ভতি বশিষ্টি ৮ তলা মূলভবনরে নর্মিান কাজরে ভত্তিপ্রিস্তর স্থাপন ও নর্মিাণ কাজরে উদ্বোধন করছেনে মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান।
প্রাণসিম্পদ অধদিপ্তররে নতুন ভবনরে ভত্তিি প্রস্তর স্থাপন ও নর্মিাণ কাজরে উদ্বোধন শষেে আলোচনা অনুষ্ঠানে অংশ নয়িে মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রী ও আওয়ামীলীগরে সভাপতমিন্ডলীর সদস্য বীর মুক্তযিোদ্ধা মোঃ আব্দুর রহমান বলনে, মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শখে হাসনিা উন্নয়নরে পথে তাঁর যাত্রা অব্যাহত রখেছেনে। প্রাণসিম্পদরে জন্য এধরণরে ভবন নর্মিাণ তারই বহঃি প্রকাশ।
মন্ত্রী আরও বলনে, মাননীয় প্রধানমন্ত্রী মন,ে মনন,ে প্রাণ,ে ভালোবাসায় সমস্ত কছিুতইে এই জাতি ও দশে গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছনে। মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণই দশে নয়িে ভাবনে, দশেরে মানুষ নয়িে ভাবনে, প্রাণি নয়িে ভাবনে। প্রধানমন্ত্রী এদশেকে এমন এক উচ্চতায় নয়িে যতেে চান যখোন থকেে এ দশে কোনদনি আর পছিনে ফরিবে না, এদশে সামনরে দকিে এগয়িে যাব।ে
নানাবধি পরকিল্পনার মাধ্যমে প্রাণসিম্পদরে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য উপযুক্ত জনগোষ্ঠী তরৈরি নমিত্তিে দৃষ্টি নন্দন একটি ভবন তরৈি করার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যে আশা নয়িে করে দয়িছেনে প্রাণসিম্পদ অধদিপ্তররে র্কমর্কতারা তা পূরণ করবনে বলে মন্ত্রী এসময় আশাবাদ ব্যক্ত করনে। তবে তনিি হুঁশয়িারি উচ্চারণ করে বলনে, এই ভবন তরৈকিে সামনে রখেে যাতে কোন বাড়তি উৎপাতরে জন্ম না হয় সদেকিে বশিষেভাবে খযে়াল রাখতে হব।ে
মন্ত্রী বলনে, শখে হাসনিার এই বাংলাদশেে যারা দশেকে কন্ট্রবিউিট করতে চায়, যারা মানুষকে কন্ট্রবিউিট করতে চায়, যারা প্রাণী সম্পদকে কন্ট্রবিউিট করতে চাই, তাদরেকে স্বাগত জানানো হব।ে তবে শখে হাসনিার এই বাংলাদশেে কোন নষ্ট মানুষরে জায়গা হবে না এবং আজকরে তথ্য প্রযুক্তরি এই যুগে দহৈকি শক্তি ব্যবহার করে কোন কছিুই করা যাবে না বলে মন্ত্রী এসময় মন্তব্য করনে।
প্রাণসিম্পদ মন্ত্রী বলনে, মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রণালয়রে আটটি দপ্তর যদি একসাথে একযোগে পরকিল্পনা মাফকি কাজ করতে পারে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শখে হাসনিা যটেি আমাদরে কাছ থকেে প্রত্যাশা করনে তা আমরা দতিে পারব। প্রাণসিম্পদ অধদিপ্তররে অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারন সবো ত্বরান্বতি ও অধদিপ্তররে র্কমপরবিশে ও র্কমর্কতা/র্কমচারীদরে র্কমদক্ষতা উন্নয়নে ভবনটি বশিষে অবদান রাখবে বলে এসময় তনিি আশা প্রকাশ করনে। আধুনকি সুযোগ সুবধিা সম্পন্ন নান্দনকি এ ভবনটি নর্মিতি হলে সবোগ্রহীতাদরে সবোপ্রদান আরও সহজতর হবে বলওে তনিি এসময় মন্তব্য করনে।
উল্লখ্যে, ভবনটরি আয়তন প্রায় ০১(এক) লক্ষ স্কয়ার ফটি। ভবনটতিে ০২(দুই)টি বইেজমন্টে রয়ছে,ে যখোনে প্রায় ৪৪ (চুয়াল্লশি) টি গাড়ী র্পাকংিয়রে সুযোগ থাকব।ে এছাড়া ভবনটতিে প্রায় ২২০ (দুইশত বশি) জনরে মাল্টপিারপাস হলরুম , ৬০ (ষাট) জনরে ০১(এক) টি কনফারন্সে রুম, ২৫(পঁচশি) জনরে ০১ (এক)টি কম্পউিটার ল্যাব, ৬০(ষাট) জনরে ০১(এক) টি প্রশক্ষিণ রুমরে ব্যবস্থা থাকব।ে এছাড়াও ৩৫ (পঁয়ত্রশি) জন মহলিা ও ১২২ (একশত বাইশ) জন পুরুষরে পৃথক নামাজরে ব্যবস্থা, পুরুষ ও মহলিাদরে পৃথক ওয়াশরুম, রসিপিশন, অগ্ননির্বিাপক ব্যবস্থা, ওয়টেংি রুম, র্সাভার রুম, ড-েকয়োর সন্টোর, ডক্টরস রুম ও ক্যাফটরেয়িার সু-ব্যবস্থা থাকব।ে
ভবনটতিে উচ্চক্ষমতা সম্পন্ন বদ্যৈুতকি সাবষ্টশেন, জনোরটের ও ০৪(চার) টি লফিট, স্যুয়ারজে ট্রটিমন্টে প্লান্ট ও সৌর্ন্দয বৃদ্ধরি জন্য আরবরকিালচার ও ট্রসে র্গাডনেরে ব্যবস্থা রাখা হয়ছে।ে ভবনটরি নর্মিাণ কাজরে পরিয়িড ধরা হয়ছেে ১৮ মাস।
প্রাণসিম্পদ অধদিপ্তররে মহাপরচিালক ডা. মোহাম্মদ রয়োজুল হকরে সভাপতত্বিে অনুষ্ঠানে বাংলাদশে ভটেরেনিারি এসোসয়িশেন (বভিএি) এর মহাসচবি ড. মুহাম্মদ হাববিুর রহমান মোল্লা, বাংলাদশে ডইেরি র্ফার্মাস অ্যাসোসয়িশেনরে সভাপতি মোহাম্মদ ইমরান হোসনে, বাংলাদশে কৃষক লীগরে সভাপতি কৃষবিদি সমীর চন্দ, মৎস্য ও প্রাণসিম্পদ মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি মোঃ তোফাজ্জলে হোসনে ও অতরিক্তি সচবি এ.ট.িএম. মোস্তফা কামাল এসময় বক্তব্য প্রদান করনে।