খোলাবাজার অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি, দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের সর্বাধুনিক ডিজিটাল এবং ইন্টারনেট সেবাসহ নানা ধরনের সুবিধা দিতে চালু হয়েছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এন ওসি )। এই যাত্রার মধ্যদিয়ে রূপায়ণ সিটি তার গ্রাহকদের সেবা আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে। আমরা আমাদের গ্রাহকদের তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ডিজিটাল বাংলাদেশের যে অঙ্গীকার তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি সেবা এন ও সি যুক্ত করেছে বলে জানান রূপায়াণ সিটির সি.ই.ও. এম মাহবুবুর রহমান।
রবিবার দুপুরে রূপায়ণ সিটি উত্তরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘নেটওয়ার্ক অপারেশন সেন্টার’ অফিস।
এসময় উপস্থিত ছিলেন, রেইস অনলাইন লিঃ এর প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) মোঃ মাহাবুব উল্লাহ সুজন, রূপায়ণ সিটির- সি.বি.ও. রেজাউল হক লিমন, ব্র্যান্ড মার্কেটিং প্রধান গোস্বামী অসীম রঞ্জন, আই.টি. প্রধান মোহাম্মাদ মাহমুদুন নবী সহ রেইস অনলাইন লিঃ এর উচ্চ-পদস্থ কর্মকর্তাবৃন্দ।
এম মাহবুবুর রহমান আরো বলেন, বাংলাদেশের মানুষের জীবনধারা স্বপ্নিল গতিতে আধুনিকায়ন হচ্ছে , তারই ধারাবাহিকতায় ‘দেশের প্রথম সিটি ব্র্যান্ড- রূপায়ণ সিটি তার গ্রাহকদের সর্বোচ্চ প্রযুক্তি সেবা নিশ্চিত করতে রূপায়ণ সিটি উত্তরাতে চালু করেছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার। এই প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার বিনোদন,অনলাইন যোগাযোগ, নিরবচ্ছিন্ন অনলাইন নিরাপত্তা ব্যাবস্থা সিটি বাসীদের প্রদান করবে নিশ্চিদ্র নিরাপত্তা এবং আনন্দময় সময় । রূপায়ণ সিটি’–সব সময় উদ্ভাবনীয় চিন্তায় উজ্জীবিত হয়ে একটি সমাজবদ্ধ আবাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছে।
অন্যদিকে ধন্যবাদ জানিয়ে রেইস অনলাইন লিঃ প্রধান মার্কেটিং কর্মকর্তা (সিএমও) মোঃ মাহাবুব উল্লাহ সুজন বলেন, বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে। এ কাজটি অন্য সব কাজ থেকে আলাদা এবং খুবই পউদ্ভাবনীমূলক। প্রতিটা মুহূর্তে উদ্ভাবন এর নতুন নতুন সুযোগ। রূপায়ণ সিটির সাথে কাজ করার সুযোগ আমাদের জন্য অনেক বড় সম্মানের ।
এখন থেকে রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি হিসেবে নিজেকে নিয়ে গেলো এক অনন্য অগ্রযাত্রায় ।