
সোনাগাজী ফেনী প্রতিনিধিঃ সোনাগাজীতে উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নবাবপুরে মঙ্গলবার আমিরাবাদ বিসি লাহা উচ্চ বিদ্যালয় ডাঃ মাহবুব মিলনায়তনে নাগরিক সংবর্ধণা দেওয়া হয়।
নাগরিক কমিটির সভাপতি ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম এআরএম সালারে জাহান, এজিএম মোহাম্মদ হানিফ, পুলিশ কর্মকর্তা (অবঃ) মহি উদ্দিন কামরান, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, প্রচার সম্পাদক শাহাদাত হোসাইন জুয়েল, উপজেলা মহিলা ভাইস জোবেদা নাহার মিলি, আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান ভূঁঞা, চরদরবেশের সভাপতি মাস্টার সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল, ইব্রাহিম ভূইয়া রাসেল।
এছাড়াও ভোরবাজার হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক কবির আহম্মদ, আব্দুল কুদ্দুস, শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জামাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।