Fri. Apr 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এর বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগ এর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষা বোর্ড সহ নিয়োগ সক্রান্ত বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১০১৪৬৫ নং ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামকে ম্যানেজিং কমিটির ০১/১৭ নং সভায় কোরাম বিহীন রেজুলেশনের মাধ্যমে নিয়োগ বিধি ও পরিপত্র বহির্ভূতভাবে নিয়োগ নিয়েছেন । ২০১৬ সালের ডিসেম্বর মাসের ০৩ তারিখে ম্যানেজিং কমিটির সভায় ১৭/১৬ নং রেজুলেশনে জ্যোৎ¯œা রানী মন্ডলকে বাদ দিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ৬ষ্ট তম সহকারী শিক্ষক (গণিত) শংকর দেউরীকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সাচিবিক দায়িত্ব অর্পণ করা হয়। যা এই রেজুলেশন ০৬-০৬-২০১১ ইং তারিখের স্মারক নং শিম/শা: ১১/০৩-০৯/২০১১১/২৫৬ পরিপত্রকে অনুসরণ করেনি। ১৯৬৩২১ নং ইনডেক্সধারী জ্যোৎ¯œা রানী মন্ডলের জন্ম তারিখ ২৭-০৪-১৯৫৯ খ্রি:, পক্ষান্তরে ২৯৪৫১৯ নং ইনডেক্সধারী শংকর দেউরীর জন্ম ১৫-০২-১৯৭৬ খ্রি.। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বটি জনাব শংকর দেউরীকে দেওয়া বিধি বহির্ভূত হয়ছে। ২০১৭ সালের জানুয়ারি মাসের ১৬ তারিখ ম্যানেজিং কমিটির ০১/১৭ নং সভায় কোরাম বিহীন রেজুলেশনের মাধ্যমে মোহাম্মদ জাহিদুল ইসলামকে সহকারী প্রধান শিক্ষক পদে বাছাই কমিটির সুপারিশ অনুমোদন করেন এবং এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়। পরে ঐ একই বছরের জানুয়ারি মাসের ১৮ তারিখের ম্যানেজিং কমিটির ০২/১৭ নং সভায় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলামকে ১৭-০১-২০১৭ ইং তারিখে একই রেজুলেশনে পদত্যাগ ও যোগদান দেখানো হয়। ০২/১৭ নং সভায় জাহিদুল ইসলামকে কোরাম বিহীন রেজুলেশনের মাধ্যমে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা হয় যা প্রবিধানমালা ২০০৯ এর ৩৫ ও ৩৬ ধারা অনুসরণ করেনি বা হয়নি। ফলে উক্ত গৃহীত সিদ্ধান্ত সমূহ বৈধ হয়নি। নিয়োগ প্রক্রিয়া বিধি বহির্ভূত হওয়ায় প্রবিধান মালা ২০০৯ এর ৩৬ (২) ধারা মোতাবেক গৃহীত সকল সিদ্ধান্ত বাতিল ও অকার্যকর হয়েছে। এ কারণে তিনি অবৈধভাবে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন যা সম্পূর্ণ আইনের লঙ্ঘন ও নিয়োগ বহির্ভূত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম হাওলাদার বলেন, মোঃ জাহিদুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক হওয়ার যে সমস্ত রেজুলেশন করেছেন সবগুলো কোরাম বিহীন। তিনি জৈষ্ঠতম শিক্ষক জনাব জ্যোৎস্না রানী ম-লকে বাদ দিয়ে সহকারী শিক্ষক শঙ্কর দেউরী কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন তা সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র পরিপন্থী।
পিরোজপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিস আলী আযিযী জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত জেনে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম বলেন, তৎকালীন সময় ম্যানেজিং কমিটি যা করেছে তা নিয়ম মেনেই করেছে এ ব্যাপারে নিয়মের কোন ব্যতয় হয়নি। তিনি নিয়ম মেনেই তার উপর অর্পিত দায়িদÍ যথাযথ ভাবে পালন করছেন।