বৃহঃ. অক্টো ১০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

মাদারীপুরে শহরে পুলিশের ধাওয়ায় লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থী নিখোঁহয়েজ ছেন। কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার সময় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খোলাবাজার অনলাইন ডেস্ক : এর আগে সকালে শহরের ডিসিব্রিজ এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় শহরের শকুনী লেকে পুলিশের ধাওয়া খেয়ে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই শিক্ষার্থীদের পরিচয় পাওয়া যায়নি।


এ দিকে সকালে ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোটা সংস্কারের দাবিতে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৬ জনকে।

জানা গেছে, সকাল ১০টার দিকে শহরের ডিসিব্রিজ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। পরে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ হয়। 

এই ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধিসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৬ জনকে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এ সময় ছয়জনকে আটক করেছে পুলিশ।