Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানীর আশকোনা ও টঙ্গী এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের আশকোনা শাখার ডেপুটি ম্যানেজার জনাব মোঃ আতাউর রহমান এবং টঙ্গী এসএমই শাখার ডেপুটি ম্যানেজার জনাব রুহুল কুদ্দুছ-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।