খোলাবাজার অনলাইন ডেস্ক : যমুনা ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভা অদ্য ৩০শে জুলাই, ২০২৪ সকাল ১০:০০ ঘটিকায় ভার্চ্যুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: সাইদুল ইসলাম। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানী সেক্রেটারী এবং উল্ল্যেখzযোগ্য শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ২০২৩ সালের জন্য ১৭.৫০% ক্যাশ এবং ৮.৫০% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়াও, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।