বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের একদফা কর্মসূচির সমর্থনে রাজধানীর মিরপুর ১০ মোড়ে বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান শাওন সাদেকীর নেতৃত্বে আন্দোলনকারীরা মিরপুর ১০ এ অবস্থান নিয়েছেন । রোববার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মোড়ে জমায়েত হতে শুরু করেন। এরপর থেকে তাদের ঘিরে চারদিক থেকে মিছিল আসতে শুরু করে।
এলাকাবাসীর অভিযোগ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের ভিড় বাড়তে থাকে। বর্তমানে এলাকাটিতে গুলি ও বোমার মুহুর্মুহুর শব্দে মিরপুর ১০ মোড়ের এলাকা কেপে উঠে । তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
জানা গেছে, মিরপুর ১০ মোড়ে আন্দোলনকারী এবং আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। এলাকাটিতে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এর আগে মিরপুর ১০ মোড়ে ২০০ থেকে ৩০০ জনের একটি মিছিল তাদের সঙ্গে যোগ দেয়।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে গিয়ে দেখা যায়, সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘চলছেই চলবে, আমাদের আন্দোলন’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। অবরোধের ফলে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে একদফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শনিবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা ১১টায় রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।