Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নবগঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোঃ হুমায়ুন কবীর ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। জনাব কবীর ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এমএসসি এবং যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ^বিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন। জনাব কবীর বাংলাদেশ কৃষি ব্যাংকে শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্টে তিনি অত্যন্ত সুনামের সহিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিবিটিএ, বিআইবিএম, বিপিএটিসি, বিএমডিসিসহ বিশে^র বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। নবনির্বাচিত ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবীর ব্যাংকের সকল আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেকহোল্ডার, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদেরকে ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।