Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

২৪শে ছাত্র অভ্যুত্থান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয়। সম্মিলিত আন্দোলনের এ বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে। বিভাজন সৃষ্টি করলে সব ধূলিসাৎ হবে। তাই শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

আজ সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে আন্দোলনে হতাহত পরিবারের স্বজনদের সাক্ষাৎ শেষে ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের উপর হামলা করতে পারে। এজন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যে কোনো মূল্যে তা প্রতিহত করতে হবে।

এছাড়াও রংপুর বিভাগের নানা বৈষম্য তুলে ধরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন সারজিস আলম। সভায় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।