গাজীপুর থেকে এম আবুল হোসেন দুলাল: গাজীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেতনের দাবীতে শ্রমিকদের আন্দোলন।
গাজীপুর খা-পাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সিজন ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছে না বলে গাজীপুরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। সকাল থেকে রাস্তার দুই পাশে শত শত শ্রমিক অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে ভোগান্তিতে পরে গাজীপুর পুরের অফিস গামী মানুষ এবং রাস্তার দুই পাশে শত শত গাড়ি যানজটে পরে আছে।
শ্রমিকদের দাবী সিজন ড্রেসেস লিমিটেডের মালিক মো: বাকের চৌধুরী কয়েক দফা বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও, তারা বেতন পরিশোধ করছে না। তাই শ্রমিকরা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন।