বৃহঃ. অক্টো ১০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


এম. আবুল হোসেন দুলাল: আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ ১৬ কারখানা,
সাভার শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা কারখানার শ্রমিকরা।

পরে তাদের সঙ্গে মন্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বিভিন্ন দাবির মুখে লুসাকা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

২৮ সেপ্টেম্বর (শনিবার) বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করেন। পরে তারা ওই এলাকার কয়েকটি কারখানার সামনে গিয়ে ঝামেলা সৃষ্টি করলে চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এছাড়া বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্রুপের শ্রমিকরাও বিক্ষোভ করছেন।
শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আজ শ্রমআইন ২০০৬ সালের ১৩(১) ধারায় কারখানা বন্ধ রয়েছে ১০ টি কারখানা ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ছয়টি কারখানায়।

মোট ১৬ টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে মন্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন।
তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ ছাড়া গাজীপুর এলাকায় কয়েকটি কারখানায় আগষ্ট মাসের বেতন এখনো পরিশোধ না হওয়ার কারনে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে, যে কোন সময় শ্রমিকরা বেতন পরিশোধের দাবীতে রাস্তায় নেমে আসতে পারে বলে জানা গেছে।