খোলাবাজার অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল (সা.)। শনিবার বিকেল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সিরাত মাহফিল শুরু হয়। জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে সিরাত মাহফিলে উপস্থিত হয়েছেন অনেক ওলামা মাশায়েখ।
এদিন মাহফিলের মূল আয়োজন শুরুর আগেই বৃষ্টি উপেক্ষা করে বেলা ১২টা থেকে জনসমাগম হতে থাকে। সময় যত গড়ায়, সোহরাওয়ার্দী উদ্যানে বাড়তে থাকে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড়। মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন পরিবেশন করছেন সাইমুম, মহানগর, অনুপম, জাগরণ, সওগাত নিমন্ত্রণ শিল্পীগোষ্ঠীসহ দেশের খ্যাতনামা শিল্পী গোষ্ঠী ও শিল্পীবৃন্দ।
মাহফিলে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে সংসদ প্রার্থী কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মেজো ছেলে শামীম সাঈদী বলেন, আমরা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর উম্মত হিসাবে দুর্ভাগ্য নিয়ে চলছি। দুর্ভাগ্য এই কারনে আমরা যে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনালি যুগ উপহার দিয়ে গিয়েছিলেন যে কুরআনের মাধ্যমে, সেই কুরআনকে আমরা মানতেছিনা, কুরআনকে পড়তেছিনা, কুরআনকে জানতে ছিনা, কুরআন কে বুজতে ছিনা, আজকে সেই কুরআন কে না মানার কারণে না বোঝার কারনে আজকে গোটা বিশ্বব্যাপী বিশেষ করে বাংলাদেশের উপরে জুলুমের পাহাড় বসে আছে। আমরা চাইবো বাংলাদেশ গত ১৭ বছর ধরে যে জুলুমের পাহাড় চেপে বসেছিলো আল্লাহর অসীম দয়ায় ছাত্র বৈষম্য আনদোলনের কারনে আজকে যে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে কাংখিত সাফল্য নিয়ে যেতে আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে কুরআন ও সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে সৎ লোকের শাসনের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, শায়খ মাওলানা আব্দুল হামিদ, ড. মুফতি আবু ইউসুফ খান, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, ড. খলিলুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ড. জাকারিয়া নূর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন, হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা।