দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে সংক্ষিপ্ত কারাভোগের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিচার বিভাগ আওয়ামী লীগের নির্লজ্জ দালালে পরিণত হয়েছিল, কিন্তু এসব নিয়ে মিডিয়া লিখেনি। বাংলাদেশের মিডিয়ায় ভারতের দালাল দ্বারা পরিচালিত হয়ে আসছে।
আজ (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের মতবিনিময় সভায় ফ্যাসিবাদ বিরোধী সংগঠন ‘জাগ্রত বাংলাদেশ’র পক্ষে প্রিয় সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের উপদেষ্টা কালাম ফয়েজী, সভাপতি মো: জহিরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন ও সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন রুমি।
এসময় তিনি বলেন, দানব হাসিনা এই দেশটাকে কি পরিমাণ ধংস ও ক্ষতি করে গেছে এই আলোচনা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য কম হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মালিক ও সম্পাদক সব ইন্ডিয়ার এজেন্ট ছিল এ কথা বলতে হবে। বাংলাদেশের প্রধান সমস্যা মিডিয়ায়। ৭১ সাল থেকে বাংলাদেশের মিডিয়ায় ভারতের দালাল দ্বারা পরিচালিত হয়ে আসছে, সেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি আমরা।