জসিম আহামেদ’; আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এর দ্রুত প্রজ্ঞাপন চেয়ে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় ময়মনসিংহ শহরের টাউন হল চত্বরে শিক্ষার্থী সমন্বয় পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের ময়মনসিংহ সমন্বয়ক প্রকৌশলী নূর মোহাম্মদ জিহাদ হোসেন মানববন্ধনে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া সমন্বয়ক মাহমুদুল হাসান সোহেল, সমন্বয়ক আনোয়ার হোসেনসহ ময়মনসিংহে চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীগণ উপস্থিত রয়েছেন।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এর দ্রুত প্রজ্ঞাপন জারি করতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।কর্মসূচি কেন্দ্রিক পুলিশ সদস্যদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।