স্টাফ রিপোর্টার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর জেলা কমিটির পরিচিত সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ আগষ্ট) পিরোজপুর শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলাকে রাজনীতির উর্ধ্বে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর যে কোন মুল্যে জুলাই বিপ্লবকে মনে রেখে আমাদের কাংখিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
আমরা আমাদের ভোট ও ভাতের অধিকার রক্ষায় সব সময় কাজ করে যাব।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর জেলা কমিটির সভাপতি এড. রেজাউল করিম মিটুলের সভাপতিত্বে ও পিরোজপুর জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক লিটন খান ও শামসুজ্জামান বাদলের সঞ্চালনায় পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়