হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ৩ জন মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া আসামিদের হেফাজত হইতে ২০০শ পিচ ইয়াবা ট্যাবলেট,নগদ- ১৮,৯৫০ টাকা ও ৩ টি মোবাইল জব্দ করাহয়।
পুলিশ সূত্রে আসামেদের পরিচয় পাওয়া যায়, অপর অপর আসামিরা হলে, মৃত সুজল হক এর ছেলে,নেজান উদ্দিন (৩৫), মৃত আব্দুল বারেক এর ছেলে, আব্দুর রহিম সুজন( ৪২), মৃত আবু তাহের এর ছেলে, আবুল বাশার রাজিব (৩৬)। তারা দাগনভূঞা পৌরসভা আলাইয়ারপুর ০১নং ওয়ার্ড বসু সরকার বাড়ির বাসিন্দা।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ নিয়মিত মামলা রুজু করিয়া তাহাদেরকে সোমবার( ২১ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।