Thu. Apr 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

এম.আবুল হোসেন দুলাল; আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। তিনি মিথ্যাচার করেছেন। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ ভঙ্গ করেছেন। তাঁর রাষ্ট্রপতি পদে থাকার অধিকার নেই।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে আইন উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

আইন উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি পাননি এটা মিথ্যাচার, এটা বলে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন।

জাতির উদ্দেশে ৫ আগস্ট রাতে দেয়া ভাষণে রাষ্ট্রপতি পরিষ্কার করে বলেছেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং আমি তা গ্রহণ করেছি…। যে বক্তব্য গন মাধ্যমসহ সোশাল মিডিয়ায় এখনো রয়েছে। তাহলে তিনি কেন মিথ্যাচার করছেন বা কোন ইশারায় এসব বলছেন, তা উপদেষ্টা পরিষদ খতিয়ে দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে।

আসিফ নজরুল আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন এবং সেটা তিনি গ্রহণ করেছেন। এতদিন পর এ ধরনের কথা বলে শপথ ভঙ্গ করেছেন, স্ববিরোধী মতামত দিয়েছেন।
তারপর আপিল বিভাগের মতামত চাওয়া হলে সংবিধানের ১০৬ ধারা মতে, আপিল বিভাগ উল্লেখ করেছেন যে, যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তাই প্রধানমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত হয়ে যায়। এবং সেখানেই সাবেক প্রধান বিচার পতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সকল বিচারপতির স্বাক্ষর আছে।
এথেকে প্রতীয়মান হয় যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন।