স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া সর্বদায়িক গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানিতে
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে র্যালি ও আলোচনা সভার হাত ধোয়ার প্রদর্শনীর আয়োজন করে। মঙ্গলবার ২২অক্টোবর সকালে এক বর্ণাঢ্য র্যালি লেখাগুলো উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ ভবনের নিমাই অভিযান হাত অথবা প্রদর্শনী অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা জামায়াত ইসলামী আমির মাও:আলী হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এমকেএম আবুল খায়ের, প্রেসক্লাব সাবেক সভাপতি এম আহসানুল ছগীর, সদর ইন্দুরকানী উইপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার,প্রত্যাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহীন হাওলাদার প্রমুখ।
প্রদর্শনীতে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবিন্দ
উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী শিমুল বড়াল