Wed. Apr 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর (সোমবার) ঢাকা মহানগর উত্তর এর দক্ষিণখান থানার ৪৭ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক মো:মোতালেব হোসেন রতন। তিনি বলেন, এবার আওয়ামী লীগের আমলের মত দিনের ভোট রাতে হবে না, যার ভোট তাকেই দিতে হবে। তাই সকল দলীয় কোন্দল ভুলে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আর ভোটের মাধ্যমেই বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান সাগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুয়েল, ঢাকাস্থ পিরোজপুর সদর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো: বেলায়েত হোসেন।
দক্ষিণ থানা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় এবং মো: শাহিন মোল্লার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে দক্ষিণখান থানা মহিলা দলের যুগ্ম আহবায়ক সুমি আক্তার, ১ নং সদস্য কানিজ ফাতেমা, ৪৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হাসি বেগমসহ ও ৪৭ নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও মহিলাদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।