।
স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর উত্তর ৪৭ নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সভা ৪৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
১ নভেম্বর (শুক্রবার) ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: আলী আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির নেতা ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মো: শাহীন হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরা থানা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ অটোরিকশা ও হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সদস্য মো: মিজান উদ্দিন পাটোয়ারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সন্মানিত সদস্য ও ঢাকাস্থ পিরোজপুর সদর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আবুল হোসেন দুলাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির মহিলা সম্পাদিকা খাদিজা বেগম, উত্তরা পূর্ব থানা মহিলা দলের ১ নং সদস্য কানিজ ফাতেমা, দক্ষিণখান থানা মহিলা দলের যুগ্ম আহবায়ক সুমি আক্তার ও ৪৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হাসি বেগম।
এসময় বক্তারা বলেন, আমরা বিএনপির রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতিক নিয়ে এবং বিএনপির সমর্থন নিয়ে যে আসবে, আমরা তার জন্যই কাজ করব। বিএনপি বড় দল, দলীয় কোন্দল বা নেতৃত্বের কোন্দল থাকতেই পারে কিন্তু আমাদের ভিষণ একটাই বিএনপি এবং ধানের শীষ।