খলিলুর রহমান খলিল, রংপুর প্রতিনিধিঃ ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই“এই প্রতিপাদ্য নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় রংপুরের তারাগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা হল রুমে ইঁদুর নিধন অভিযানের কার্যক্রম শুরু করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা হল রুমে উপজেলার বিভিন্ন অঞ্চলের ছাত্র-শিক্ষক ও প্রান্তিক কৃষকের সমন্বয়ে ইঁদুর দমন কার্যক্রমের উদ্বোধন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা।
প্রতিবছর কৃষকের মাঠের ফসল সুরক্ষিত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়। কৃষকের ক্ষয়-ক্ষতি প্রতিরোধ ও নিরাপদ খাদ্য সংগ্রহের জন্য ইঁদুর নিধন অভিযান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিবছর মাঠের ফসল ব্যাপকভাবে ক্ষতি রোধে পরামর্শ ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। ইঁদুর নিধন কর্মসূচির র্যালি ও আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে রবি শস্য প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানি রায়, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা অফিসার, মৎস অফিসার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলার কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় জানান, দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সংগ্রহের জন্য ইঁদুর দমন কার্যক্রম সফল করার উদ্দেশ্যে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।