আজ উদীয়মান কণ্ঠশিল্পী সালমান রাজের জন্মদিন। গানই তার ধ্যান- জ্ঞান, গানই সাধনা। গানকে সাথে নিয়েই সালমান রাজের পথচলা।তার উল্লেখ্য জনপ্রিয় গানগুলো হলো বাঁচতে চাই না, রঙিলা পাগলা, তিন কবুল, তোরে ছাড়া বাঁচি কেমনে, বধূরে.., আমার প্রিয়তমা, স্বপ্নের রাজকুমার, এছাড়াও দেশভিত্তিক গান নতুন স্বাধীন বাংলাদেশ, ডেঙ্গু, ৭ নভেম্বর ইত্যাদি। এই শিল্পীর জন্মদিনে খোলাবাজার টুয়েন্টিফোর ডট কমে পত্রিকার পক্ষ থেকে অফুরন্ত শুভেচ্ছা|
জন্মদিন প্রসঙ্গে কণ্ঠশিল্পী সালমান রাজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জন্মদিনে খুব মনে পড়ছে আমার মা জননীর কথা। আমার বাবা-বড় ভাইদ্বয় ও পরিবারের সকল সদস্যদের ভালবাসা শুভেচ্ছা পেয়েছি। পেয়েছি সকল বন্ধু-বান্দব, আত্মীয়, স্বজন, পড়শি-প্রতিজনদের শুভেচ্ছা ও ভালবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন আগামী দিনে যেনো গান নিয়ে সফলতার সাথে পথ চলতে পারি। সবাই আমার গান শুনবেন আশাকরছি।