Wed. Apr 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বায়েজিদ মাহমুদ : যশোরের ঝিকরগাছা পৌর সদরে পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল (৩২) নামের এক যুবক নিহত হয়েছে । সে পৌর সদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, কিছু অজ্ঞাত ব্যক্তিদের সাথে নিহত পিয়ালের ঝামেলা ছিলো। তারই জের ধরে শনিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা খুলনা-বেনাপোল রেল রোডে ঝিকরগাছা পৌর সদরের রেলস্টেশনের প্লাটফর্মের উপর বোমা মেরে এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে, পিয়ালকে তাড়িয়ে মোবারকপুর গ্রামস্থ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিতরে নিয়ে এসে ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্কুল ভবনের বারান্দায় এলোপাতাড়ি ধারালো অস্ত্রের মাধ্যমে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল নিহত হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘনার বিষয়ে থানায় মামলা কার্যক্রম চলমাল রয়েছে।