পিরোজপুর, ভান্ডারিয়া,প্রতিনিধি: আগামী ৭ ডিসেম্বর বরবশাল বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মি সমাবেশ সফল করার লক্ষে পিরোজপুরে প্রস্তুতি সভাঅনুষ্ঠিত হয়েছে।২১ নভেম্বর দুপুরে পিরোজপুর জেলার বিএনপির দলিয় কার্যালয় ওলামাদল পিরোজপুরের সিনিয়র সদস্য্য মাওলানা কাজি এ্যড,আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতাথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় নির্বাহী সদস্য আধ্যক্ষ আলমগীর, হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওলামাদল কেন্দ্রিয় সদস্য্য ও বরিশাল বিভাগীয় সমন্নয়ক মাও,এবিএম রুহুল আমীন,
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রানা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামাদল বরিশাল বিভাগীয় সদস্য মাও আবু বক্কার চাখাড়ি,মাও রফিকুল ইসলাম আসলামী,মাও শাহাদাৎ হোসেন,মাও গাজী রিয়াজুল ইসরাম,মাও লুৎফুল্লাহ,মাও,আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাংবাদিক মাওলানা মিজানুর রহমাম মিজান