বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত এ সম্মেলন চলে। মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সাইয়েদ হাসান আসজাদ মাদানী। সম্মেলনে বিশেষ মেহমান ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এবং আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি-বিএনপি। এছাড়া প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের উপস্থিতির কথা থাকলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘এবারের আয়োজনে গোটা বরিশাল শহর আলেম-উলামাদের শহরে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ।দেশবরেণ্য শীর্ষস্থানীয় উলামাদের অংশ গ্রহণে আয়োজিত এ মহাসম্মেলন ভবিষ্যৎ আলেম প্রজন্মের ঐক্যের আদর্শিক প্লাটফর্ম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। যে বা যারা যেভাবে এ মহাসম্মেলন আয়োজনে সহযোগিতা করেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি।
মাওলানা ওবায়দুর রহমান মাহবুবের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মহাসম্মেলনে ইসলাম বিষয়ে কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল্লাহ, মুফতি শাব্বীর আহমাদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আনাস, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, মুফতি জসিম উদ্দিন রহমানী, মুফতি শাহ্ নূরুল আমিন, মুফতি হারুন ইজহার, মুফতি জুবায়ের আহমদ, মুফতি রেজাউল করীম আবরারসহ দেশবরেণ্য শীর্ষস্থানীয় উলামায়েকেরাম।
সম্মেলনের শুরুতে মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা তৌফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন।
মুফতি নেসার উদ্দিন কাসেমী ও মুফতি মুনিরুল ইসলামের সঞ্চালনায় এ মহাসম্মেলনে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য পেশ করেছেন বরিশাল বিভাগের ৬ জেলার বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের দায়িত্বশীলগণ। মহাসম্মেলনে বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ডের বরিশাল বিভাগীয় কওমী মাদরাসা ঐক্য পরিষদের সদস্যবৃন্দ, ছয় জেলার বিভিন্ন মাদরাসার দায়িত্বশীল ও শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিনসহ সাধারণ মুসল্লিরা দলে দলে যোগদান করেন। এছাড়া ঢাকা থেকে মহাসম্মেলনে যোগ দিয়েছেন ঢাকাস্থ বরিশাল বিভাগীয় উলামা পরিষদের দায়িত্বশীলগণ।
সম্মেলনের মঞ্চ থেকে অন্তবর্তী সরকারের কাছে কিছু দাবি-দাওয়াও পেশ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের দেশ, জাতির কল্যাণ ও সারাদেশের আলেম-উলামাদের বৃহৎ ঐক্য কামনামূলক দোয়ার মাধ্যমে মহাসম্মেলনের সমাপ্তি হয়।