Mon. Mar 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

স্টাফ রিপোর্টার: বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আজ রাতে (২ফেব্রুয়ারি রবিবার) রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তারা রাতে ঘুমন্ত অবস্থায় অসহায় শীতার্ত মানুষের শরীরে কম্বলদিয়ে তাদের শীত নিবারনের চেষ্টা করছেন।

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, মহাখালী, গাবতলী, কামরাঙ্গীরচরসহ রাজধানীর বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেন।

এসময় বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন এর সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সহ সভাপতি মো. মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, সহ সাধারণ সম্পাদক মো. রাজু আহম্মেদ শাহ, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মাহামুল হোসাইন, কোষাধ্যক্ষ সৈয়দ বেলাল হোসাইন, মহিলা সম্পাদক নীলা শেখসহ বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন এর সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম জানান আমরা ইতিমধ্যে সারাদেশের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম ব্যাপকভাবে শুরু করেছি। বিশেষ করে উত্তরবঙ্গের প্রতিটি উপজেলায় আমরা আমাদের ফাউন্ডেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কারার চেষ্টা কছি।