গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমার বাবা শেখ হাসিনাকে বলেছিলেন, এমন দিন আসবে পালানোর সময় পাবে না। বেশি লাফালাফি করলে মামা বাড়ি দিল্লি যেতে হবে। তার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। শেখ হাসিনা প্রায়ই বলতেন , ‘শেখের বেটি পালায় না’ সর্বশেষ পালিয়ে ভারতেই গিয়েছেন, সেখানেই ভালো থাকেন। বাংলার মাটিতে আপনার আর স্থান হবে না।
শামীম বিন সাইদী আরও বলেন, শেখ হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে ১৩টি বছর দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। এ সময় তার মুখ কখনও মলিন ছিল না। বরং বুকে ছিল কুরআন, মুখে ছিল হাঁসি। আর এখন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কারাগারে আছেন, তাদের মুখ সর্বদা মলিন ও বিষন্ন থাকে। কারণ তারা অপরাধী।
এ সময় শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। যদি চট করে এদেশে চলে আসেন, কট করে ট্রাইবুনালে ঢুকিয়ে দেয়া হবে। যেখানে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দিনের পর দিন বন্দি করে রেখেছিলেন।
শামীম বিন সাইদী বলেন, জামায়াতে ইসলামের একজন লোকও অন্য কোনো দেশে পালায়নি, কারণ তারা নিরপরাধ ও দেশপ্রেমিক। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নামে লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে যে রাজাকারের তালিকা প্রকাশ করেছিলেন, সেখানে ৯০% লোকই আওয়ামী লীগ সমর্থিত।
নেছারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচক, বাংলাদেশ টেলিভিশন, আরটিভি ও আশুলিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আব্দুস সত্তার আজাদী, বিশেষ বক্তা ছিলেন ঢাকা মদিনাতুল উলুম ইনিষ্টিটিউট কামিল মাদ্রাসার প্রভাষক এ, কে, এম মোশাররফ হুসাইন ও পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁনসহ অন্য নেতৃবৃন্দ।