Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণারিপোটার মাহাবূব আলম: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা জেলা দক্ষিণ শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাজ্জাদ আল ইসলাম, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল জুবায়ের।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: আমির হোসেন, সহ-সভাপতি: জাকির ইসলাম, আবু কাউসার সোহাগ, মোঃ তুহিন হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: ফয়সাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ মেহেদী হাসান, আরমান মোয়া, জাহিদুল হক, ফয়সাল রহমান, সাংগঠনিক সম্পাদক: আল-আমিন ইফতি, সহ-সাংগঠনিক সম্পাদক: তাসফিয়া তাহরানুম মাহিয়া, ইয়াসিন রবিন, দপ্তর সম্পাদক: মিজানুর ইসলাম রাজ, উপ-দপ্তর সম্পাদক: তানভীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: রাবিয়া খান, অর্থ সম্পাদক: সাবিক শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: দেওয়ান রাকিব, শিক্ষা ও গবেষণা সম্পাদক: জয়নাল হোসাইন, ক্রীড়া সম্পাদক: ইমরান হোসাইন, সহ-ক্রীড়া সম্পাদক: ইমরান রাশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: সাজ্জাদ উজ্জ্বল, প্রকৌশল বিষয়ক সম্পাদক: মোহাম্মদ আলী, জ্ঞান, গণজাগরণ, স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক: মুস্তাফিজ নিপা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মোঃ ইমরান খলিল সরকার, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক: তানবীর ইসলাম।

কার্যকরী সদস্যরা হলেন, মোহাম্মদ আবু তাহের রহমান, মোঃ মফিজ হোসেন, জান্নাত মাহমুদ, হাসিব ইসলাম, মাসুম রহমান, শাকিল হোসেন

নতুন কমিটির সভাপতি সাজ্জাদ আল ইসলাম বলেন, “আমরা ছাত্রদের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করতে বদ্ধপরিকর। সংগঠনের নীতি ও আদর্শ মেনে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো।”

সাধারণ সম্পাদক সোহেল জুবায়ের বলেন, “ছাত্র অধিকার পরিষদ সবসময় ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার। আমরা ঢাকা জেলা দক্ষিণের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবো।”

নতুন কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন নবনির্বাচিত নেতারা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতারাও নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গঠিত হয় এবং এরপর থেকে বিভিন্ন সময় শিক্ষার্থীদের স্বার্থে নানান আন্দোলন ও দাবি আদায়ে কাজ করে আসছে।

এই কমিটির মেয়াদ ১ (এক) বছর হবে এবং আগামী ১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে