সৈয়দ মো: স্বাধীন ; আজ ১৭ মার্চ ১৬ রমজান গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান টংগী গাজীপুর বিকাল ৪ ঘটিকায় জুলাই বিপ্লবের সকল শহীদের স্বরনে গন ইফতার ও মাহফিল,এর আয়োজন করা হয় আয়জনে
রেনাসা সাহিত্য সংস্কৃতির সংসদ
বাংলাদেশ জামায়াত ইসলাম ও ছাএ শিবির,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হোসেন আলী শায়েখ আমীর বাংলাদেশ জামায়াত ইসলাম গাজীপুর মহানগর জামায়াত মনোনীত গাজীপুর ২ আসন সংসদ সদস্য প্রার্থী ও সভাপতিত্ব করেন সোলাইমান হোসাইন সভাপতি রেনাসা সাহিত্য সংস্কৃতির সংসদ প্রধান উপদেষ্টা গাজীপুর স্টুডেন্ট ক্লাব ও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উলামায়ে কেরাম জামায়াতে ইসলাম ও ছাত্র শিবির এর বিভিন্ন কর্মী বিন্দ উক্ত গন ইফতার ও মাহফিল অনুষ্ঠানে হাজারো রোজাদার মুসল্লী উপস্থিত থেকে ইফতার অনুষ্ঠান সম্পন্ন করেন, উক্ত অনুষ্ঠানে সুলায়মান হোসাইন গাজীপুরা আগামীতে ৫০ নং ওয়ার্ড কমির্শনার সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন ও উক্ত অনুষ্ঠান সান ও সকল রোজাদার মুসল্লীদেরকে নিয়ে দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত ও ইফতারি বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে।