Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ইসলামীব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । ১৪ এপ্রিল ২০২৫, সোমবার রাজধানীর ইনস্টিটিউ শন অব ডিপ্লোমাইঞ্জি নিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমরফারুকখান। ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি একে এমমাহবুব মোরশেদ এর সভা পতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কে এ মমুনিরুল আলম আলমামুন ও মোঃ মাকসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক এএ স এম রেজাউলকরিমএবংধন্যবাদ জ্ঞাপনকরেনসহ-সভাপতি আবুল লাইছ মোহাম্মদ খালেদ। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতিপ্রকাশকরে বক্তব্য দেন ইমতিয়াজআহমেদ হিমেল, আদিবা আফনান, ফারজানাসুলতানা জেবা ও হাসনাতুল ইসলামফাইয়াজ।

এসময়  ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বসির আহাম্মদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মনিরুল ইসলাম ও মোঃ মজনুজ্জামান সহবিভিন্ন শাখার প্রধানগণ, প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তা বৃন্দ এবং সংবর্ধিত এসএসসি ও এইচএ সসি এবং সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তশিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওমরফারুক খান বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনে জাতিকে নেতৃত্ব দিবেতাই দেশ পরিচালনার জন্য এখনই নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেনি জেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়েতুলতে হবে। তিনি বলেন, আত্ম গঠনের জন্য সুশৃঙ্খলভাবে জীবন পরিচালনা করতে হবে এবং পিতা-মাতা ও শিক্ষকদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে তাদের পরামর্শ কাজে লাগিয়ে নিজেকে এগিয়েনিতেহবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের  প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে এবং তামানুষের কল্যাণে ব্যবহারের উপায় বেরক রতে হবে। তিনি ইসলামী ব্যাংক সম্পর্কে জানতে এবং তামা নুষের কাছে পৌঁছে দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানজানান।