Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

 

হজযাত্রীদেরনগদ অর্থ বহনেরঝুঁকি ও ঝামেলাএড়াতেহজপ্রিপেইড কার্ড চালুকরলোইসলামীব্যাংকবাংলাদেশ পিএলসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৮ এপ্রিল, ২০২৫, সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবনযমুনায় এ কার্ডেরউদ্বোধনকরেন। এসময়ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ারফারুকী, প্রধান উপদেষ্টারবিশেষসহকারীফয়েজআহমদ তৈয়্যব, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমরফারুকখান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসাইনউপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের হজপ্রিপেইড কার্ডক্যাশেরপরিপূরক হিসেবে বহন করা যাবে। এটিগ্রহণ করতেআলাদাব্যাংকহিসাবখোলারপ্রয়োজন নেইএবং দ্রততমসময়েফ্রি এন্ডোর্সমেন্ট করা যাবে। কার্ড ইস্যু ও বন্ধে কোনচার্জ নেইএবংতাৎক্ষণিকব্যালেন্সরিলোড ও অব্যবহৃতব্যালেন্সরিফান্ডসুবিধারয়েছে। এ কার্ডেরমাধ্যমে সৌদি আরবেমাস্টারকার্ড প্রচলিত পস মেশিনেরমাধ্যমে কেনাকাটা,মাস্টারকার্ড প্রচলিত যেকোনএটিএমবুথহতেনগদ মুদ্রা উত্তোলনও হাজীদের থাকাখাওয়াসহযাবতীয়বিলপরিশোধ করা যাবে। ব্যাংকের আশকোনাস্থ হজক্যাম্পসহযেকোনশাখা ও উপশাখা থেকে এই কার্ড গ্রহণ করা যাবে। এ কার্ডে হজেরজন্য সর্বোচ্চ ১২০০ ডলারবাপ্রায় ১ লক্ষ ৫০ হাজারসমপরিমাণরিয়াল লোড করা যাবে। এ কার্ড গ্রহণ করতেহজভিসারকপি, এনআইডি ও পাসপোর্টেরকপি, ২ কপিপাসপোর্ট সাইজেরছবি ও দেশীসচল মোবাইল নম্বরপ্রয়োজনহবে।