পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর জেলার সদর উপজেলার ৩ নং দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠি গ্রামের ৭ নং ওয়ার্ড এর খোকন সরদার ধর্ষকদের ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার পিরোজপুর জেলার সদর উপজেলার ৩ নং দূর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের নাগরিক সমাজ ও ছাত্র ছাত্রীরা মানববন্ধন করে ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাজুকাঠি গ্রামের ৭ নং ওয়ার্ড এর খোকন সরদার নামের এই লোক তার ছেলের ৫ বছরের কন্যা সন্তান (নাতিকে) ধর্ষণ করছে। এমন দৃশ্য দেখার জন্য আমরা নতুন করে দেশ স্বাধীন করিনি। ধর্ষকদের কোন জাত-ধর্ম নেই। এরা যে দলেরই হোক না কেনো, এদের দ্রুত বিচারকার্য শেষ করে, উন্মুক্ত স্থানে এনে মৃত্যুদন্ড কার্যকর করতে হবে যেনো এমন শাস্তি দেখে বাংলার মাটিতে আর কেউ ধর্ষন করতে সাহস না পায়। এ বিষয়ে সকল আরো সচেতন হওয়ার জন্য আহবান জানানো হয়।
অভিযোগে আছে, পিরোজপুর জেলার সদর উপজেলার ৩ নং দূর্গাপুর ইউনিয়নের বাজুকাঠি গ্রামের ৭ নং ওয়ার্ড এর খোকন সরদার গ্রামে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, ব্যাবসা পরিচালনা করে এবং ৪নং কলাখালি ইউনিয়নের চলপুকুরিয়া গ্রামের মিল বাড়িতে গোপেরহাট নামক স্থানে নিয়মিত জুয়া এবং মাদকের আসর বসিয়ে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করে। গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করছিলো কথায় কথায় আওয়ামী লীগ এবং পুলিশ প্রসাশনের কিছু কর্মকর্তার ক্ষমতা দেখিয়ে গ্রামের মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতো। খোকন সরদারের বিরুদ্ধে কেউ মুখ খুললে বিভিন্ন ভাবে হয়রানি করতো। রাস্তাঘাটে মহিলাদের ইভটিজিং যৌন হয়রানি মূলক কর্মকান্ড করতো। কথায় কথায় মানুষের গায়ে হাত তুলতো এই খোকন সরদার। খোকন সরদার গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তির নিঃস্বাস ফেলছে এবং এলাকায় মানুষ ওর ফাঁসি দাবি করতেছে।