ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়াগেছে। গত ৪ মে আমল গ্রহণকারি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দোয়ারাবাজারে সি আর মামলা নং ১৬৭/২০২৫ দায়ের করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল হাফিজ। মামলা সূত্রে জানা যায় প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় শিক্ষার্থীদের পাঠ দানে ব্যাঘাত ঘটছে। শিক্ষার মান নিম্নগামী হয়ে পড়েছ। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বৃদ্ধি পাচ্ছে। এতে অভিভাবকরা তাদের সন্তানদর ভবিষ্যৎ নিয়ে হতাশায় রয়েছেন। এছাড়া ২০১৪ সালে বিদ্যালয়ে ৭ টি কম্পিউটার, ৪৮ ইঞ্চি ডিসি সিলিং ফ্যান ২০ টি,ডিসি এলইডি লাইট ১৫ টি ও ৫ ঘোড়া ১টি পানির পাম্প স্থাপন করা হলেও এ আসবাবপত্র গুলির কোন হদিস মিলছে না। এ গুলো প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও কমিটির সাবেক সভাপতি আলী হোসেন মিলে অন্যত্র বিক্রি করে দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। যার মূল্য প্রায় ৯ লক্ষ ৯৩ হাজার ৯ শ ৯২ টাকা।বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য গণ আসবাবপত্র গুলো সম্পর্কে জান্তে চাইলে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট হওয়ায় নেতা কর্মিদের প্রভাব খাটিয়ে নানা টালবাহানা করে বিষয়টি ধামাচাপা দিয়ে এড়িয়ে যেতেন। বিদ্যালয়ের নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির যোগসাজশে গত বছরের ১৬ জুলাই প্রায় ১ লক্ষ টাকা মূল্যর বিদ্যালয়ে থাকা পুরাতন বই ও খাতা বিক্রি করে টাকা আত্মসাতের ও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বোর্ড নির্ধারিত ফি না নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ও পরীক্ষা ফি আদায় করা,বিদ্যালয়ে কোচিং বাণিজ্য করা দুপুর দেড় টায় স্কুল ছুটি দেওয়া সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকায় অভিভাবকদের দিন কাটছে হতাশা আর অনিশ্চয়তায়।বিষয়টি আদালত হতে তদন্ত ও সাক্ষ্য গ্রহন করে প্রতিবেদন দাখিলের জন্য দোয়ারা বাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে কোন মন্তব্য করতে রাজি হননি।বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী হোসেনের সেল ফোন বন্ধ পাওয়া যায়।