খোলাবাজার অনলাইন ডেক্স: গত ২২ মে সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১৫০০(পনের শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার*
গত ২২-০৫-২০২৫খ্রি সিএমপি’র কোতোয়ালী থানার এসআই (নিঃ) রবিউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান ডিউটি করাকালীন বিকাল ৩.০০ ঘটিকার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশন রোডস্থ ০৭নং বাস পার্কিংয়ের প্রবেশ মুখে জনৈক মান্নার চায়ের দোকানের সামনে রাস্তার উপর একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্য অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) রবিউল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করাকালে আসামী মোঃ রিদুয়ান (আরমান) পিতা-ফয়েজ আহম্মেদ, মাতা- হামিদা বেগম কে গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশী করে তার পরিহিত জিন্সপ্যান্টের পকেটে থাকা ১৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উক্ত ঘটনায় এসআই/(নিঃ) রবিউল হক বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-৩১,তারিখ-২২/০৫/২০২৫খ্রিঃ মাদকদ্র্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলায় রুজু করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা রয়েছে।
মো: রিদুয়ান ওরোফে (আরমান) জবানবন্দিতে বলে লক্ষ্মীপুরের রামগতি ৭ নং চর রমিজ ইউনিয়নে এই মাদক নিয়ে ব্যবসা করে এবং তার সংগী হিসাবে কাজ কেরে মোঃ ফাহাদ, মোহাম্মদ পরান, মোহাম্মদ শামীম ও হৃদয় নামের এই তিনজনের মাধ্যমে এলাকায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক ব্যাবসা পরিচালনা করে।
এবিষয়ে লক্ষ্মীপুর প্রশাসনের কাছে জিজ্ঞাসা করলে তারা এই মাদক ব্যাবসায়ীদের বিষয়ে অবগত আছে বলে জানান। তবে তাদের হাতেনাতে দরার জন্য তাদের চেস্টা অব্যাহত আছে বলে জানান।