Tue. Jul 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার অনলাইন ডেক্স: মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোঃ আব্দুর রউফের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ফ্যসিস্ট আওয়ামী লীগ আমলে ধারাবাহিকভাবে সুবিধা ভোগ করে আসছেন এবং কৌশলে এখনো অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করে দুর্নীতি ও অনিয়ম করছে।

অভিযোগ রয়েছে তিনি চেরি গাড়ি ভাড়া অপচয় বৃদ্ধ প্রণোদনা প্রকল্পে ১৬টি চীনা চেরি কার মাসিক ২ লাখ ১০ হাজার টাকা ভাড়া নেওয়া হয়, যদিও সরকারি দরের মধ্যে একই গাড়ির ভাড়া মাত্র ১ লাখ ৬০–৭০ হাজার টাকা — অর্থাৎ প্রতিমাসে অতিরিক্ত ৪০–৫০ হাজার টাকা ফাঁকি দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, এতে পিডি ও ডিপিডির মধ্যেই ‘কমিশন–বাণিজ্য’ আট লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

গাড়ি প্রকল্পের অপব্যবহার করে ভাড়া করা গাড়িগুলো প্রকল্পের কাজে ব্যবহার না করে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও অন্যান্য কয়েক জন কর্মকর্তারা এই প্রকল্পের ভাড়া করা গাড়িগুলো ব্যবহার করে ।

তিনি হঠাৎ ১০ জন স্পিডবোট চালক, ৮ জন সহকারী ও ৮ জন মেকানিকদের চাকরিচ্যুত করেন। সামাজিক যোগাযোগে মত প্রকাশের কারণে মৎস্য অধিদপ্তরের ৫ জন কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। ২০২৪ সালে ক্ষমতাসীন গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ৪ আগস্ট অধিদপ্তরের নেতৃত্বে শান্তি সমাবেশ আয়োজন করেছিল এই ফ্যাসিস্ট।