খোলাবাজার অনলাইন ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে ঢাকা মহানগর দক্ষিন সংগঠনিক ভাবে সক্রিয় ও শক্তিশালী করতে সমন্বয়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে জুনায়েদ ওসমানকে।
দক্ষিণের প্রতিটি থানায় কমিটি গঠন, নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন, সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং মৎস্যজীবী দলের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে জুনায়েদ ওসমানের মূল দায়িত্ব। এ বিষয়ে দক্ষিনের সকল থানার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে জুনায়েদ ওসমানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে। প্রয়োজনে মোবাইল নম্বরে (+৮৮০১৭৬৬ ৭০৭ ৭০৭) যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
এই দায়িত্বদেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী। নাদিম চৌধুরীবলেন, দল পুনর্গঠনের এই সময়ে পরীক্ষিত ও কর্মঠ নেতাদের মূল্যায়নে আমি প্রতিজ্ঞাবদ্ধ জুনায়েদ ওসমান পরীক্ষিত ও কর্মঠ নেতা। আমি আশাকরি তার হাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলকে ঢাকা মহানগর দক্ষিন সংগঠনিক ভাবে সক্রিয় ও শক্তিশালী হবে।
খুব শিগগিরই বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর দক্ষিনের সকল থানা কমিটি করে সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলেকে সংগঠনিক ভাবে শক্তিশালী করা হবে।