Sun. Aug 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে একটি সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল মজিদ। শনিবার (২২ আগস্ট ২০২৫ ইং) দুপুরে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মজিদ জানান, গত ০৭ জুলাই দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে ছাতক থানাধীন কৈতক ও রাউলীর মধ্যস্থ যুক্তরাজ্য প্রবাসী আল আমিনের গ্যারেজ থেকে তার মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা (রেজিঃ সুনামগঞ্জ থ-১১-২৫১১, আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা) চুরি হয়ে যায়।

তিনি জানান, তার ভাই প্রতিদিনের মতো গাড়িটি গ্যারেজে রাখলেও সকালে গিয়ে দেখা যায় দরজা খোলা এবং গাড়িটি উধাও। গ্যারেজ মালিক ও তত্ত্বাবধায়করা জিজ্ঞাসাবাদে দায় এড়িয়ে যান।

চুরির পরদিন তার মোবাইল নম্বরে দুটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলকারীরা জানায়, গাড়ি ফেরত পেতে হলে ৮০ হাজার টাকা দিতে হবে। এ ঘটনায় গ্যারেজ মালিকসহ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি বিভিন্ন সময় পরস্পরবিরোধী বক্তব্য দেন এবং টাকা নিলে গাড়ি উদ্ধারের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘদিনেও কোনো পদক্ষেপ নেয়নি।

এ ঘটনায় তিনি ছাতক থানায় লিখিত অভিযোগ দেন। পরে থানায় মামলা নং-১৪/২৩৬, তারিখ ১৬/০৮/২০২৫ ইং, ধারা ৩৭৯ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু হয়। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। তারা হলেন—১। ফুল বাহার বেগম (৫৫), স্ত্রী মৃত মখলিছ আলী, রাউলী।
২। বেগম বাহার (৫০), স্ত্রী আব্দুল কাদির, রাউলী।
৩। আব্দুল কাদির (৬৫), পিতা মৃত জমির উদ্দিন, জালিয়া।
৪। জামিল হক (৩৫), পিতা মৃত আক্কল আলী, রাউলী।
৫। সায়মন (২০), পিতা ছুরাব আলী, দোয়ারাবাজার।

ভুক্তভোগী অভিযোগ করেন, ৪নং আসামী জামিল হক টাকা নিলে গাড়ি উদ্ধারের প্রতিশ্রুতি দিলেও পরে নানা টালবাহানা শুরু করে। মামলার পর পুলিশ ১, ২ ও ৫ নং আসামীকে গ্রেফতার করলেও তিনি ও তার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের হয়রানি ও প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন। মামলাটি প্রত্যাহার না করলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া জামিল হকের ভাই সাইফুল হক ও রবিউল হক তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে আব্দুল মজিদ বলেন,
“আমার জীবিকার একমাত্র অবলম্বন এই সিএনজি চুরি হয়ে যাওয়ায় আমি পরিবারসহ চরম কষ্টে রয়েছি। প্রশাসনের প্রতি আবেদন জানাই, আসামিদের দ্রুত গ্রেফতার করে আমার সিএনজি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হোক।