Mon. Aug 25th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

জসিম আহামেদ ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ভালুকায় অনুষ্ঠিত পথসভায় বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোনো ধরনের টালবাহানা চলবে না।

শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় ময়মনসিংহের ভালুকায় শহীদ সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে অনুষ্ঠিত পথসভায় এ কথা বলেছেন।

এর আগে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আনুষ্ঠানিক ভাবে জয়দেবপুর চান্দনা চৌরাস্তাকে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করে শ্রীপুরের মাওনায় পথসভায় যোগ দেন।

কর্মসূচিতে ভালুকা উপজেলা বিএমএসএফ সভাপতি সফিউল্লাহ আনসারীর
সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান ও আমজাদ হোসেন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মোঃ আল মাসুম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, মো: হাসান, মৃণাল কান্তি চৌধুরী, শফিকুল ইসলাম সবুজ, আবুল বাশার শেখ, রাজু সরকার, জসিম আহমেদ, জাহাঙ্গীর আলম,মমিনুল ইলামসহ ভালুুকা শাখার নেতৃবৃন্দ।

এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং গাজীপুরের স্থানীয় সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় অংশ নেন এবং দুপুরে শহীদ তুহিনের নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যান। সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত, দোয়া-মিলাদ ও তবারক বিতরণ করা হয়।