সাভার প্রতিনিধি: ঈদে ঘরমুখো মানুষকে হয়রানি ও টিকেট কালোবাজারি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের আইজি একেএম শহীদুল হক।
তিনি বলেন, ‘ঈদ সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাস ও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে।’
আশুলিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইনসে শনিবার দুপুরে শিল্প পুলিশ আয়োজিত শিল্প উদ্যোক্তা ও শ্রমিক সংগঠনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
পুলিশ প্রধান বলেন, ‘ঈদ সামনে রেখে রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীকে বিশেষে নির্দেশনা দেওয়া হয়েছে।
সন্ত্রাস ও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে। এ ছাড়াও যাত্রী হয়রানি দূর করতে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হবে অতিরিক্তি লোকবল।’
শিল্প পুলিশের মহাপরিচালক ডিআইজি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পুলিশের অতিরিক্ত আইজিপি আবুল কাসেম, ঢাকা রেঞ্জের ডিআইজি এএসএম মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকার এসপি হাবিবুর রহমান, শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদ,
বিজিএমইএ’র সাবেক সভাপতি সালাম মুর্শেদী, ঢাকা রফতানি ডিইপিজেড’র জেনারেল ম্যানেজার এহসান কবিরসহ সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার মালিকরা।
ঈদের আগে বেতন ভাতা নিয়ে যাতে কোনোক্রমেই শ্রমিক অসন্তোষ না দেখা দেয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান পুলিশের আইজি।