
এই ঘটনায় সাজন মিয়া ও আস্তির মিয়া নামে দুই ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করে। আটককৃত দুজনেই জগন্নাথপুর উপজেলা সদরের বাসিন্দা। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার দরগাপাশা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীকে একটি লেগুনাযোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী ছাতক উপজেলার ভাতগাঁও এলাকার লোকজন লেগুনাসহ অপহরণকারি চক্রের দুই সদস্যকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসা করছে।