কামরুল হাসান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরুনা রাণী (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৫জন। বুধবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের গোপাল চন্দ্রের স্ত্রী গুড়ি গুড়ি বৃষ্টির সময় বাসা থেকে বাইরে যায়। এসময় তার উপড় বজ্রপাত পরলে ঘটনাস্থলেই সে মারা যায়। এছাড়া পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে সিথী আক্তার, সন্ধ্যা রাণী, শান্ত চন্দ্র, তারাব উদ্দিন ও সাবিনা নামে ৫জন আহত হয়েছে। আহতদের সবাইকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি একেএম শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।