Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস সাশ্রয়ী করতে ভবিষ্যতে আবাসন খাতে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হবে। কারণ পাইপলাইনে গ্যাস যত্রতত্রভাবে ব্যবহার করা হচ্ছে। সেজন্য আবাসন খাতে পাইপলাইন সংযোগ নেওয়ার জন্য আমরা নিরুৎসাহিত করছি।

শুক্রবার ইনডিপেডেন্ট টেলিভিশনের সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার বাড়িয়েছে এটা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, বৃহস্পতিবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল। গ্যাসের দাম বাড়ানো এটা চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও গ্যাসের দাম আরো বাড়বে। সেজন্য আগে থেকে আমাদের প্র¯‘ত থাকতে হবে।

ঢাকার বাইরে লোডশেডিং কমেনি উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টা আপনারা ভুল বলছেন। সারা দেশে লোডশেডিং নেই। লোডশেডিং বিষয়টা ভিন্ন জিনিস। আমাদের দেশে ট্রান্সফরমার ঘাটতি রয়েছে। ট্রান্সফরমার পরিবর্তন করার সময় কিছু সমস্যা হয়। একদিনে সারা দেশের ট্রান্সফরমার পরিবর্তন করা যাবে না। সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে, বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্র হবে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ১২ কেজি ওজনের একটি গ্যাস সিলিন্ডার দাম ১২-১৪’শ টাকা। আর একটা সিলিন্ডার দিয়ে এক পরিবারের একমাস চলে যায়। কিন্তু পাইপলাইন গ্যাস ব্যবহার করে একটি পরিবার সারা মাসে ৪’শ টাকা দেন। এখানেই সিলিন্ডার গ্যাস ও পাইপলাইন গ্যামের মধ্যে অনেক বৈষম্য। ভবিষ্যতে এই বৈষম্য দূর করার জন্য আবাসিক খাতে সিলিন্ডার গ্যাসের ব্যবস্থা করা হবে। এতে গ্যাস সাশ্রয় হবে। আর এবার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে তা যৌক্তিক হয়েছে।

নসরুল হামিদ আরো বলেন, সরকার তেলের দাম অর্ধেক কমালেও বাস ভাড়ার দাম অর্ধেক কমতো না। এবার সিএনজির দাম বেড়েছে। এতে প্রতি কিলোমিটার ২০ থেকে ২৫ পয়সা বেড়েছে। এতে ভাড়া ততটা বাড়বে না।