খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
যুদ্ধভূমি জম্মু-কাশ্মীরে আবারও অস্ত্রবিরতির চুক্তি ভঙ্গ করেছে ভারত-পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর হামলায় ভারতের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হামলায় নিহত হয়েছেন সাত পাকিস্তানী নাগরিক। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডনের।
অস্ত্রবিরতি ভেঙে প্রথমে কে হামলা করেছে, এ নিয়ে দুই দেশ পরস্পরকে দোষারোপ করছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতের দাবি— শুক্রবার সকালে পিএস পুরা সেক্টরে প্রথমে গোলা হামলা করে পাকিস্তান। এরই জবাব দিতে বিএসএফ পাল্টা হামলা চালায়।
অন্যদিকে ডন লিখেছে, ভারতই প্রথমে শিয়ালকোটের কয়েকটি সেক্টরে হামলা চালায়। এর মোক্ষম জবাব দিতে পাল্টা আক্রমণ করেছে পাঞ্জাব রেঞ্জারস।
পাকিস্তানের হামলায় ভারতের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও অবস্থা গুরুতর কিনা তা জানা যায়নি।
জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় অস্ত্রবিরতি প্রায়শই উপেক্ষিত হয়ে আসছে। কে আগে হামলা করেছে তা নিয়ে দুই দেশই পরস্পরকে দোষারোপ করে থাকে।
ভারতের দাবি, ২০১৩ সালের পর এক হাজারের বেশিবার অস্ত্রবিরতি ভঙ্গ করেছে পাকিস্তান।