খোলা বাজার২৪ : শুক্রবার, ২৮ আগস্ট ২০১৫
মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই এক কোটি ৪০ লাখ ডিভাইসে ইনস্টল করা হয় উইন্ডোজ ১০। এবার মাস পেরুতেই সেই সংখ্যা গিয়ে দাঁড়াল সাড়ে সাত কোটিতে।
মুক্তি পাওয়ার এক মাসের মধ্যে সাড়ে সাত কোটি ডিভাইসে ইনস্টল করা হয়েছে উইন্ডোজ ১০। মাইক্রোসফটের উইন্ডোজ অ্যান্ড ডিভাইসেস-এর ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদির বরাত দিয়ে এ খবর জানিয়েছে তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
উইন্ডোজের নতুন এই অপারেটিং সিস্টেম নিয়ে বেশ আশাবাদী মাইক্রোসফট। ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন এবং ট্যাব সব ধরনের ডিভাইসের জন্যই আলাদা সংস্করণ রয়েছে এর।
তবে মাইক্রোসফটের লক্ষ্য উইন্ডোজ ১০-এর মাধ্যমে ব্যবহারকারীদের আস্থা অর্জন করা। মাইক্রোসফটের দেওয়া তথ্যমতে, ব্যবহারকারীরা খুব ভালোভাবেই গ্রহণ করেছেন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। আগের সংস্করণ উইেন্ডাজ ৮-এর তুলনায় ছয়গুণ বেশি হারে অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন তাঁরা নতুন অপারেটিং সিস্টেমে। এটি নিঃসন্দেহে মাইক্রোসফটের জন্য একটি শুভ লক্ষণ।