Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12সোমবার, ৩১ আগস্ট ২০১৫
নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য ৬ সপ্তাহ সময় পেয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ তার এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।

নাশকতার তিন মামলায় গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে (মির্জা ফখরুল) ৬ সপ্তাহের জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসর্মপণের নির্দেশ দেওয়া হয়। ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ফখরুল। সেখান থেকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান তিনি।

এদিকে আত্মসর্মপণের মেয়াদ বাড়াতে ২৩ আগস্ট তার পক্ষে আপিল বিভাগে আবেদন করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন।

আদালতে শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

চলতি বছরের ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে আটক করে পুলিশ।