Fri. Apr 18th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16সোমবার, ৩১ আগস্ট ২০১৫
সুন্দরবনের বনদস্যু খলিল র‌্যাবের গুলিতে নিহত হয়েছে। দরজারখাল এলাকায় বনদস্যু মনিরবাহিনী ও র‌্যাবের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি র‌্যাবের। এসময় দস্যুবাহিনীর সেকেন্ড ইন কমান্ড খলিল নিহত হয়।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত খলিলের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র ও ১১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় র‌্যাব সদস্যরা টহল দিচ্ছিল। এ সময় হঠাৎ বনদস্যু মনির বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় উভয়ের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে চলা গুলি-পাল্টাগুলি চলতে থাকে। এক পর্যায়ে বাহিনীর সেকেন্ড ইন কমান্ড খলিল (৩০) ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
ঘটনাস্থল থেকে ৪টি একনালা বন্দুক, ৩টি কাটা রাইফেল, ১টি এয়ার গান, ৩টি এলজি, ১টি দুই নালা বন্দুক, ৩২ রাউন্ড পয়েন্ট টুটুবোর রাইফেলের তাজা গুলি, ১৫ রাউন্ড একনালা বন্দুকের গুলি, ৬৭ রাউন্ড এয়ার গানের গুলি, ৩০ রাউন্ড দুই নালা বন্দুকের গুলির খোসা, ৬টি ধারালো অস্ত্র, ২টি মোবাইল সেট, ৩টি সিম কার্ড ও দস্যুদের ব্যবহৃত টোকেন উদ্ধার করেছে র‌্যাব।