Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

B-Chyবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যদের দ্বারা দৈহিকভাবে আক্রমণ করার তীব্র নিন্দা জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন।
সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এ বিবৃতি পাঠান।
বি চৌধুরী বিবৃতিতে বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্ররা শিক্ষকদের দৈহিকভাবে আক্রমণ করেছে, এই ঘটনার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
ঘটনার পর পরই গণমাধ্যমে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবালের গলায় দড়ি দেওয়ার উক্তি উদ্ধৃত করে বি চৌধুরী বলেন, ড. জাফর ইকবাল নয়, গলায় দড়ি দেবেন সেইসব রাজনৈতিক নেতারা; যারা নিজের শিক্ষক এবং মাতৃসম মহিলা শিক্ষকদের দৈহিকভাবে আক্রমণ করার জন্য নিজ দলের ছাত্রদের লেলিয়ে দিয়েছেন।
ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বা একাধিক বিচারপতির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা প্রতিরোধে অবিলম্বে সরকারকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।