Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
উজান থেকে নেমে আসা ঢলের পানিতে হঠাৎ করে মেঘনা ফুসে উঠেছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে হাইমচর উপজেলার অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও খাবার নিয়ে চরম দুর্ভোগে পানিবন্দিরা

উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে হাইমচর, গাজীপুর, নীলকমল ও চরভৈরবী ইউনিয়নের সমগ্র এলাকা বর্তমানে জোয়ারের পানিতে সয়লাব। এছাড়া আলগী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের বেড়িবাঁধ বহির্ভূত এলাকাও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানিতে মানুষ ঘরবাড়িতে পানিবন্দি হয়ে আছে। গত এক সপ্তাহে জোয়ারের পানির ফলে মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাপক ব্যাঘাত ঘটছে। বিশেষ করে কৃষি, সবজি ও পান চাষের জন্য বিখ্যাত হাইমচরের চর এলাকা ও নদী তীরবর্তী এলাকার ফসলি জমি তলিয়ে নষ্ট হয়ে গেছে। আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

নীলকমল ইউপি চেয়ারম্যান ইয়াসিন আহমেদ রতন জানান, নীলকমলের মিয়ার বাজার, মাঝির বাজার, বাংলাবাজার, ঈশানবালা বাজার এলাকাসহ সমগ্র এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতা আর দু-একদিন স্থায়ী হলে ভয়াবহ বিপর্যয় দেখা দিবে। এসব এলাকার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

মধ্যচরের আরেকটি ইউনিয়ন হাইমচর ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন জানান, ইউনিয়নটি জোয়ারের পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি বৃদ্ধির পাশাপাশি হাইমচর ইউনিয়নে ব্যাপক নদী ভাঙনও দেখা দিয়েছে।

মধ্যচরের গাজীপুর ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন গাজী জানান, বন্যার পানিতে মানুষ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তাদের খাবার ও পানিসহ সঙ্কট দেখা দিয়েছে।

মেঘনা নদীর পশ্চিম অংশ ঈশানবালার ইউপি সদস্য মিজানুর রহমান সরদার ও খলিল মাতাব্বর জানান, জোয়ারের পানিতে কৃত্রিম বন্যা ধারণ করেছে ঈশানবালায়। একদিকে মানুষ পানিবন্দি, অন্যদিকে মেঘনা নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, দোকানপাট, ঘরবাড়ি, মেঘনার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

চরভৈরবী ইউপি সদস্য দেলোয়ার হোসেন সরদার জানান, তার এলাকার আমতলী, টমটম ব্রিজ, চরভৈরবী নতুন বাজার, পুরান বাজার এলাকা, গাজীনগর ও জালিয়ারচরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এখানকার মানুষ স্বাভাবিক জীবনযাপনে চরম দুর্ভোগ পোহাচ্ছে। স্কুল ও মাদরাসায় পাঠদান ব্যাহত হচ্ছে। বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।

হাইমচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমিনুর রশিদ বলেন, বিষয়টি আমরা সরেজমিন দেখছি, ইউপি চেয়ারম্যানদের ক্ষয়ক্ষতি সম্পর্কে তালিকা প্রেরণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে জোয়ারের পানিতে প্লাবিত চরাঞ্চলের নিরীহ অসহায় মানুষের মাঝে শুকনো খাবার ও খাবার স্যালাইন বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। মঙ্গলবার বিকেলে মাঝির বাজার, গাজীপুর, মোল্লাকান্দি, চর ঈশানবালা এলাকা পরিদর্শন করেন তিনি।

উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে কোন মানুষ অসহায় ও অবহেলিত থাকবে না। আমরা দুর্যোগে ও বন্যায় আপনাদের পাশে আছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে পানিবন্দি এলাকার জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত সরকার, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী প্রমুখ।