Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
ট্যাক্সিতে উঠেছেন। চালককে দেখে পরিচিত মনে হলো। ভালো করে খেয়াল করে দেখলেন, ট্যাক্সিচালক একজন সাবেক ক্রিকেটার। তাঁকে একসময় টেলিভিশনের পর্দায়ও দেখেছিলেন। খুব অবাক হয়ে যাবেন নিশ্চয়ই। ঠিক যেমনটা হয়েছেন গণেশ বির্লে। সিডনিতে এক ট্যাক্সিতে উঠে চালকের আসনে পাকিস্তানের সাবেক অফস্পিনার আরশাদ খানকে দেখে বিস্মিত হয়ে যান তিনি।

অবাক করার মতো ঘটনাটি জানিয়েছেন বির্লে নিজেই। নিজের ফেসবুক পেজে আরশাদ খানের খেলোয়াড়ি-জীবনের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘তিনি ছিলেন আমাদের ট্যাক্সির চালক। ট্যাক্সিতে উঠে তাঁর সঙ্গে কথাবার্তা শুরু করি। তিনি আমাকে বলেন যে তিনি পাকিস্তান থেকে এসেছেন। এখন থাকেন সিডনিতে। এটাও জানান যে আইসিএলে লাহোর বাদশাজ দলের হয়ে খেলার জন্য অনেকবার হায়দ্রাবাদ যেতে হয়েছে তাঁকে। এরপর আমি তার পুরো নাম জিজ্ঞেস করি। আর তারপর তাঁর মুখ দেখে চমকে উঠি। চিনতেও পারি তাঁকে। ট্যাক্সি থেকে নামার পর বিদায়ের আগে তাঁর সঙ্গে হাতও মিলিয়েছিলাম।’

ভারতের অধুনালুপ্ত ‘বিদ্রোহী’ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা আইসিএলে খেলার কথা উল্লেখ করলেও পাকিস্তানের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার কথা বলেননি আরশাদ। তবে না বললেও প্রতিবেশী দেশের এই ক্রিকেটারকে চিনতে ভুল হয়নি ভারতের গণেশ বির্লের। ২০০৮ সালে সত্যিই লাহোর বাদশাজের হয়ে খেলতে ভারতে গিয়েছিলেন আরশাদ।

৪৪ বছর বয়সী আরশাদের আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য তেমন দীর্ঘ নয়। ৫৮টি ওয়ানডে খেলে ৫৬ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ভারতের বিপক্ষে, ৪/৩৩। টেস্ট খেলেছেন ৯টি। পাঁচ দিনের ক্রিকেটে তাঁর উইকেট ৩২টি। আন্তর্জাতিক ক্রিকেটে আরশাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষেই, ২০০৬ সালের ফেব্র“য়ারিতে একটি ওয়ানডেতে।